Wellcome to National Portal
যুব উন্নয়ন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ সেপ্টেম্বর ২০১৯

অবশিষ্ট ১১টি জেলায় নতুন যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্প

 

উদ্যোগী মন্ত্রণালয় ও বাস্তবায়ন সংস্থাঃ

 (ক) মন্ত্রণালয়                                :         যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

(খ) বাস্তবায়ন সংস্থা                         :         যুব উন্নয়ন অধিদপ্তর

(গ) পরামর্শক প্রতিষ্ঠান                    :         সৃজনি উপদেষ্টা লিঃ

প্রকল্প ব্যয়ঃ

মূল বরাদ্দ                                       :       ১৪৬,৩৬.২৫ লক্ষ

বিশেষ সংশোধিত                            :         ১৮২,৮৫.১৯ লক্ষ

প্রথম সংশোধিত                             :         ২০১,১২.০০ লক্ষ

দ্বিতীয় সংশোধিত                            :         ২১৪,৫০.৪৫ লক্ষ

 

প্রকল্প গ্রহণের পটভূমিঃ

  • দেশের ৬৪ টি জেলার মধ্যে ৫৩টিতে যুব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রসমূহে প্রাণিসম্পদ ও হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ, কৃষি ও সামাজিক সচেতনতা, কম্পিউটার ও মোবাইল প্রকৌশল, পোশাক তৈরী, ব্লক, বাটিক ও স্ক্রীন প্রিন্টিংসহ ৭৫টি ট্রেডে আবাসিক/ অনাবাসিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
  •  অবশিষ্ট ১১টি জেলার যুবদের প্রশিক্ষণ প্রদান করে দক্ষ মানব সম্পদে রূপান্তরের নিমিত্ত ১১টি যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে বর্তমান প্রকল্পটি গ্রহণ করা হয়।

প্রকল্পের উদ্দেশ্যঃ

  • মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বেকার যুবদের প্রাণিসম্পদ ও হাঁস-মুরগী পালন,মৎস্য চাষ, কৃষি ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান;
  •  আত্মকর্মসংস্থানের জন্য যুবদের উদ্বুদ্ধ করা;
  • কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে যুবদের স্বনির্ভর করা ও কাঙ্খিত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন;
  •  যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা পর্যায়ের অফিস ও যুব প্রশিক্ষণ কেন্দ্র একই চৌহদ্দিতে আনা ও প্রশিক্ষণের যাবতীয় কার্যক্রম একই স্থান থেকে পরিচালনা করা।

 

প্রকল্প এলাকা (মোট ১১টি জেলা):

জয়পুরহাট, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, নেত্রকোণা, রাজবাড়ী , সাতক্ষীরা, মেহেরপুর, লক্ষ্মীপুর, গাজীপুর, মানিকগঞ্জ।

 

প্রকল্প বাস্তবায়নকালঃ  

প্রকল্প মেয়াদ

:

জুলাই ২০১০ খ্রিঃ থেকে  জুন ২০১৫ খ্রিঃ

প্রথম সংশোধিত মেয়াদ

:

জুলাই ২০১০ খ্রিঃ থেকে  জুন ২০১৬ খ্রিঃ

দ্বিতীয় সংশোধিত মেয়াদ

:

জুলাই ২০১০ খ্রিঃ থেকে  জুন ২০১ খ্রিঃ

প্রকল্প মেয়াদ বৃদ্ধি

 

জুলাই ২০১৮ খ্রিঃ থেকে  জুন ২০১৯ খ্রিঃ

প্রকল্প মেয়াদ বৃদ্ধি (Inter Component Adjustment)   জুলাই ২০১৮ খ্রিঃ থেকে ৩০ জুন ২০১৯ খ্রিঃ 

 

প্রতি কেন্দ্রে নির্মিয়মান পূর্ত কাজসমূহ

নং

র্পূত কাজের নাম

আয়তন (বঃমিঃ)

মন্তব্য

প্রতি তলা

তলা

মোট

০১

অফসি কাম-একাডমেকি ভবন

৩৫০

০৬

২১০০

 

০২

ছাত্রাবাস

৩০০

০৫

১৫০০

৭০

জনের জন্য

০৩

ছাত্রীনিবাস

২০০

০৫

১০০০

৩০

জনের জন্য

০৪

র্কমর্কতাদের বাসস্থান

২০০

০৩

৬০০

৬ ইউনিট

০৫

র্কমচারীদের বাসস্থান

১৬০

০৩

৪৮০

১২ ইউনিট

০৬

সীমানা প্রাচীর

৪০৫ আর.এম

মোট=

৪০৫ আর.এম

-

০৭

ডাক-কাম পোলিট্রশেড

১৩৫

০১

১৩৫

সেমিপাকা

০৮

কাউ শেড

১০২

০১

১০২

সেমিপাকা

০৯

ভূমি উন্নয়ন কাজ

১৯,১১০ ঘঃমিঃ

-

১৯,১১০ ঘঃমিঃ

-

১০

অভ্যন্তরীণ রাস্তা ও বৈদ্যুতিকরণ কাজ

৪৫০ আর.এম

-

৪৫০ আর.এম

-

১১

মাষ্টারড্রেন, বাগানের র্পূত কাজ ও পৃকুরের ঘাটলা

৪০০ আর.এম

-

৪০০ আর.এম

-

১২

গভীর নলকুপ স্থাপন ও পানি সরবরাহ ব্যবস্থাকরণ কাজ

১ টি

১টি

২০০০০ গ্যালন

১১টি কেন্দ্র

 

প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যঃ

জয়পুরহাট, চুয়াডাঙ্গা, নেত্রকোণা, নীলফামারী, সাতক্ষীরা, মেহেরপুর ও লক্ষ্মীপুর  জেলায় সাময়িক জনবল সংযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রে পূর্বের ১৮টি জেলায় নতুন যুব প্রশিক্ষণ কেন্দ্র (১ম পর্যায় ৮টি কেন্দ্র) স্থাপন প্রকল্পেরআওতায় প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

 

     জেলার নাম

      ট্রেডের নাম

         মেয়াদ

  ব্যাচ সংখ্যা

    মোট প্রশিক্ষণ   গ্রহণকারীর সংখ্যা

          মন্তব্য

জয়পুরহাট

গবাদি পশু, হাঁস-মুরগী পালন প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ

       ০৩(তিন)

          মাস

     ৯টি

      ৮৪২ জন

 

চুয়াডাঙ্গা

 ”

       ৯টি

৮৪১ জন

 

নেত্রকোণা  

   ”  

      ৯টি

৭৪২ জন

 

নীলফামারী

 ”

  ”

       ৮টি

        ৭৩০ জন

 

সাতক্ষীরা

    ”         ২টি ১৭১ জন  
মেহেরপুর  ”         ২টি          ১৯১ জন  

লক্ষ্মীপুর

 ”        ২টি ১৬২ জন